ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

বরিশালে পানিতে ডুবে তিনজনের মৃত্যু

বরিশালের হিজলা উপজেলায় খালের পানিতে ডুবে দুই ভাই ও বানারীপাড়ায় বেড়াতে এসে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। এছাড়া মেহেন্দিগঞ্জের গজারিয়া নদীতে পরে আরও এক শিশু নিখোঁজ রয়েছে। হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নোমান সরদার জানান, রোববার (১৪ এপ্রিল) বেলা বারোটার দিকে খালের পানিতে ডুবে দুই ভাইয়ের মুত্যু হয়। তারা হলো-চর দূর্গাপুর গ্রামের জেলে আকতার হাওলাদারের শিশু সন্তান জাকারিয়া (৬) ও বোরহান (৪)।


বানারীপাড়ার মরিচবুনিয়া গ্রামের নিকট আত্মীয় আয়নাল হকের বাড়িতে ঈদের ছুটিতে বেড়াতে এসেছিল ঢাকার মহাখালী টিএন্ডটি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী শান্তা আক্তার (১৮)। শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে বেলুয়া নদীর মরিচবুনিয়া অংশে ছোটবোন লামিয়াকে নিয়ে শান্তা গোসল করতে নেমে নিখোঁজ হয়। টানা ২৩ ঘণ্টা তল্লাশি চালিয়ে নদীতে ভাসমান অবস্থায় ১৪ এপ্রিল সকালে শান্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃত শান্তা আক্তার সিলেটের বাসিন্দা সৌদি প্রবাসী সোহেল রানার মেয়ে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বিশারকান্দি ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম।


এদিকে রোববার (১৪ এপ্রিল) বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকার একটি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র রায়হান আরেকটি শিশুর সাথে রহমানের হাট খেয়াঘাট এলাকার নদীতে পড়ে নিখোঁজ হয়। রায়হান ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিল। সে মেহেন্দিগঞ্জের দক্ষিণ চর এককরিয়া গ্রামের বাসিন্দা মনির খানের ছেলে।


সোমবার (১৫ এপ্রিল) সকালে হিজলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কালাম আজাদ বলেন, রায়হানের সন্ধানে তারা তল্লাশি অভিযান অব্যাহত রেখেছেন।


ads

Our Facebook Page